লঞ্চে অতিরিক্ত যাত্রী, ৬০ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে দুটি লঞ্চকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আহসান হাফিজ।

অপরদিকে ইলিশা ঘাটের পাঁচ টাকার টিকিটের পরিবর্তে যাত্রীদের থেকে ১০টাকা আদায় করার অভিযোগে লঞ্চঘাট ও সি ট্রাক ঘাটের ইজারাদারকে ১০ হাজার করে মোট ২০ টাকার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার জানান, ঈদের ছুটি শেষে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় লঞ্চ এবং সি-ট্রাকে করে কর্মস্থলে ফিরছে মানুষ। এসময় অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের দায়ে দোয়েল পাখি-১০ ও সি-ট্রাক খিজিড়-৫ লঞ্চকে আটক করে কোস্টগার্ড। এছাড়া নির্ধারিত টিকিটের দামের চেয়ে বেশি দাম নেওয়া ইজারাদারের পরিচালককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় তাদের।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.