ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে তানযীমুল মিল্লাত মাদ্রাসার ছাত্র-জনতার মানববন্ধন

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজারের ইহুদী রাষ্ট ইসরাইলের নেতানিয়াহু বাহিনীর ইসলামী রাষ্ট ফিলিস্তিনের গাজা ও রাফায় নৃশংস গণহত্যা বিমান হামলার প্রতিবাদ ও মানববন্ধন করেছে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বোরহানগঞ্জ তানযীমুল মিল্লাত মাদ্রাসার ছাত্র জনতা।
৭ এপ্রিল সোমবার সকালে ভোলা জেলার ঐতিহ্যবাহী বোরহানগঞ্জ বাজারে তানযীমুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রহমত উল্লাহ সভাপতিত্বে ও আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মুসলমান রাষ্ট ফিলিস্তিনের গাজা ও রাফায় আমেরিকার তৈরি করা একমাত্র ইহুদী রাষ্ট ইসরাইলের নেতানিয়াহু বাহিনীর বর্বরোচিত নৃশংসহত্যাকান্ড ও বিমান হামলার প্রতিবাদ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ হারুনুর রশীদ, তানযীমুল মিল্লাত মাদ্রাসার আরবী সহকারি শিক্ষক মাওলানা মোঃ জাফর উল্লাহ, মোঃ জসিম উদ্দিন,মোঃ ইমদাদ হোসাইন,মোঃ জিহাদুল ইসলাম,দশম শ্রেণীর শিক্ষার্থী মোঃ মিনহাজ, নবম শ্রেণীর শিক্ষার্থী মোসাম্মৎ হিরামনী।
বক্ত্যরা আহবান করেন অচিরেই ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধ করতে হবে। মুসলমানরা তাদের সকল পণ্য ব্যবহার না করার জন্য অনুরোধ করেন।