বোরহানউদ্দিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধিঃ
মঙ্গলবার (০৫ এপ্রিল) ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে মো: ইকবাল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইকবাল হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের ফরাজী বাড়ির মো: আব্দুল আজিজের ছেলে।
নিহত মো: ইকবালের বাড়ির পাশের স্থানীয়রা জানান, সে পেশায় একজন রাজমিস্ত্রী। সন্ধ্যার দিকে তিনি একই ওয়ার্ডের নূরা মিস্ত্রীর বাড়িতে রাজমিস্ত্রী কাজ করার সময় হঠাৎ বৈদ্যুতের তারের সাথে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাক্তক আহত হন। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার এস আই অসীম কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছি। বিষয়টি তদন্ত চলছে।