ঘোষেরহাট লঞ্চঘাট থেকে ২৫০ পিচ ইয়াবাসহ যুবক আটক

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাসন উপজেলার দুলারহাটে ২৫০ পিচ ইয়াবাসহ মোঃ কাশেম (২৪) নামের এক যুবককে আটক করেছে দুলারহাট থানা পুলিশ।

শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ঘোষেরহাট লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ কাশেম উপজেলার পূর্ব মাদ্রাজ ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার দুলারহাট থানাধীন ঘোষেরহাট লঞ্চঘাটে ঢাকা থেকে আগত লঞ্চ যাত্রীদের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন দুলারহাট থানার একটি চৌকশ টিম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক রিয়াজ, আতিকুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘোষেরহাট লঞ্চঘাট পন্টুনের ওপর থেকে ২৫০ পিচ ইয়াবাসহ কাশেম (২৪) নামের এক যুবককে আটক করা হয়।

দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.