জারিগানে দেশ সেরা হলেন বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুল

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপল‌ক্ষে সাবেক ইউএনও মোঃ আঃ কুদদূস এর লেখা জারিগান গেয়ে সারা‌দেশের ম‌ধ্যে শ্রেষ্ঠ হ‌য়ে‌ছে ভোলার বোরহানউ‌দ্দিন উপ‌জেলা প্রশাসন স্কুল ( ইউপিএস)।
৬জুন সোমবার ঢাকায় টিচার্স ট্রেনিং ক‌লে‌জে অনু‌ষ্ঠিত হওয়া দলীয় জারিগান প্রতি‌যোগিতা শে‌ষে এ ফলাফল ঘোষণা দেন বিচারকগন। বোরহানউ‌দ্দিন উপ‌জেলা নির্বা‌হি অ‌ফিসার মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

একই সূত্র জানায়,সারা দে‌শের বিভাগীয় পর্যা‌য়ে প্রথম হওয়া “খ” শাখার ৯ টি দ‌লের প্রতি‌যোগিদের সাথে দলীয় জারি গান ইভেন্টে প্রতিযোগিতা করে এ দল প্রথম হন। এর আ‌গে উপ‌জেলা, জেলা ও বিভাগীয় পর্যা‌য়ে তারা শ্রেষ্ঠত্ব অর্জন ক‌রেন ।

উল্লেখ্য, ২০১৭ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মো. আ. কুদদূস প্রতিকূল পরিবেশে মধ্যেও ড্রিম স্কুল কনসেপ্ট থেকে
উপজেলা প্রশাসন স্কুল( ইউপিএস) প্রতিষ্ঠা করেন । তিনি বলেন,আমার লেখা জারীগান গেয়ে আমার প্রতিষ্ঠিত উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস), বোরহানউদ্দিন, ভোলা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সারাদেশে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। একজন ক্ষুদ্র লেখক হিসেবে এটা আমার জন্য বড়োই প্রাপ্তি।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, প্রতিটি পর্বে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং এর সাথে সংশ্লিষ্ট সকলকে তিনি উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা জানান।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.