বোরহানউদ্দিনে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান,ভুয়া ডাক্তারকে জরিমানা।

মনিরুজ্জামানঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসীতে অভিযান চালিয়ে ৭৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত ৷
শনিবার (২৮ মে) বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সাইফুর রহমান হাসপাতাল রোড, উপশহর কুঞ্জেরহাট বাজার এবং বোরহানউদ্দিন পৌর বাজারের ১টি বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং কয়েকটি ফার্মাসিতে এ অভিযান পরিচালনা করেন ৷
অভিযানে বোরহানউদ্দিন পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও অপরিচ্ছন্নতার কারণে জনকল্যাণ ডায়াগনস্টিক সেন্টারকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও লাইসেন্স ছাড়া ভেটেরিনারি ঔষধ বিক্রির দায়ে বোরহানউদ্দিন পৌর বাজারের সৈয়দ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, কুঞ্জের হাট বাজারের রঞ্জন মেডিকেলকে ৪০ হাজার টাকা, এবং ওই মেডিকেলের সনদহীন ভুয়া ডাক্তার শফিউলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি যে সকল প্রতিষ্ঠান রেজিস্ট্রেশনের আবেদন করেছে তাদের ৩ দিনের মধ্যে সিভিল সার্জন অফিসে যোগাযোগ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তারেক, ডা. ইমরান, ওসি(তদন্ত)আব্দুল্লাহ আল মামুন সহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান বলেন, “এ অভিযান অব্যাহত থাকবে ৷”

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.