গনটিকা নিতে গিয়ে ইউনয়িন পরিষদ ভবনের রেলিং ভেঙ্গে আহত ৮

লালমোহন প্রতিনিধি: করোনার টিকা নিতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার কালমান ইউনিয়ন পরিষদ ভবনের রেলিং ভেঙে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পারুল বেগম, পারভিন বেগম, নিবিয়া বেগম, রোমানা বেগম, সীমা বেগম ও শিশু জুলেখা বেগম। তবে আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, গণটিকার কেন্দ্র হওয়ায় ঐ ইউনিয়ন পরিষদের ভবনে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ টিকা নিতে আসেন। এ সময় টিকা প্রত্যাশীদের ভিড়ে ভবনের রেলিং ভেঙ্গে আটজন আহত হন।
এ বিষয়ে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, “জরাজীর্ণ ভবনের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আহতদের চিকিৎসার দায়িত্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।”

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.