গনটিকা নিতে গিয়ে ইউনয়িন পরিষদ ভবনের রেলিং ভেঙ্গে আহত ৮

লালমোহন প্রতিনিধি: করোনার টিকা নিতে গিয়ে ভোলার লালমোহন উপজেলার কালমান ইউনিয়ন পরিষদ ভবনের রেলিং ভেঙে নারী ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পারুল বেগম, পারভিন বেগম, নিবিয়া বেগম, রোমানা বেগম, সীমা বেগম ও শিশু জুলেখা বেগম। তবে আহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, গণটিকার কেন্দ্র হওয়ায় ঐ ইউনিয়ন পরিষদের ভবনে সকাল থেকে বিভিন্ন বয়সী নারী-পুরুষ টিকা নিতে আসেন। এ সময় টিকা প্রত্যাশীদের ভিড়ে ভবনের রেলিং ভেঙ্গে আটজন আহত হন।
এ বিষয়ে লালমোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, “জরাজীর্ণ ভবনের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে আহতদের চিকিৎসার দায়িত্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।”