ভোলায় এসএসসি-৯৮ ব্যাচের উদ্যোগে কম্বল বিতরণ।

ভোলা প্রতিনিধিঃ এসএসসি-৯৮ ব্যাচের উদ্যোগে সদর উপজেলার ২০টি মাদ্রাসার অসহায় দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১জানুয়ারি) বেলা ১১টায় ভোলা শহরের টাউন কমিটি (বাংলাস্কুল) মাধ্যমিক বিদ্যালয়ে এ কম্বল বিতরণ করেন।

এসএসসি-৯৮ ব্যাচের প্রায় ৪২জন সদস্যের নিজ অর্থায়নে ৪০০জন দরিদ্র ছাত্রদের মাঝে শীত বস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ভোলা টাউন কমিটি (বাংলাস্কুল) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের।

বিশেষ অতিথি হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরামের ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামস-উল-আলম মিঠু, দৈনিক ভোলার বানী পত্রিকার সম্পাদক মো. মাকসুদুর রহমান,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলামিন শাহারিয়ার, দৈনিক ভোলা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণী অনুষ্ঠানে এসএসসি-৯৮ ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত থেকে ২০টি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের হতে কম্বল তুলে দেন। শীত নিবারণের জন্য কম্বল পেয়ে শিক্ষার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করেন।

আপনার মন্তব্য জানান

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.